Bangle Longest Word-বাংলা সবচেয়ে বড় শব্দ

Bangle Longest Word-বাংলা সবচেয়ে বড় শব্দ


Actually, There are many longest word in Bangla Language some words are including here…..
রাজা রাম মোহন রায়ের প্রতিদ্বন্দী হিসেবে আদি কবি কাশিনাথ ১৪ বর্ণের একটি শব্দ সৃস্টি করেছিলেন সেটি হলো "সুবর্ণরজতযুক্তজলকবণক", কিন্তু কাশিনাথেরর মৃত্যুর পরে তারই এক কাব্যগ্রন্থ থেকে আবিস্কৃত হয় ৪১ বর্ণের একটি শব্দ, আর এটিই এপর্যন্ত বাংলায় সবথেকে বড় একক শব্দ হিসেবে স্বীকৃত যা গিনেজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসেও স্থানপ্রাপ্ত, ৪১ বর্ণের সেই শব্দটি হলোঃ
"লশুনপলান্ডগুঞ্জনোকুম্ভীশ্রাপতন্নোসুতকান্নাভোজ্যান্নমধূমাংসরেতোহমেধ্যাভক্ষভক্ষণেগায়ত্রাস্টসহ"
এটি একটি ফলের নাম বলে প্রচলিত ছিল।।।।।
'শঙ্খশম্বুকমীনমকরসঙ্কুলমহামহোদধিসমুদ্ভূতোচ্ছ্বলতরঙ্গাভিঘাত',
অর্থঃ শঙ্খ-শামুক-মাছ-মকর ধারণকারী বিশাল সমুদ্র হতে উদ্ভূত স্রোতের অভিঘাত।
“কম্বুকন্ঠান্দোলিতপিবঢ়যৌবনাভারাবনতদেহা"
শব্দটির অর্থ কলাগাছের ন্যায় মসৃণ এবং লম্বা গলা বা কন্ঠের অধিকারিণীর উন্নতযৌবনের ভারে অবনত গাছ।
“ভার্য্যাভর্ৎসিতজনচিত্তবিকারবিনাশীনি”
অর্থঃ স্ত্রীর ভর্ৎসনায় দুঃখিত মানুষের মনের দুঃখ দূরকারিণী মানে হুক্কা।। বিষবৃক্ষ উপন্যাসে উল্লেখিত।।
"নিশীথবনভ্রমণবিলাসিনী",
অর্থ: রাতে বনে ঘুরে বেড়াতে পছন্দ করে যে নারী।
"কলিকাতাহারবাললিমিটেড"
যার অর্থ এক ফাইল ই যঠেষ্ট মাএ এক হাজার টাকা
কিংকর্তব্যবিমূঢ়, অঘটনঘটনপটিয়সী, মীনাক্ষোভাকুলকুবলয় –
এরকম কতই না বড় বড় শব্দ আছে আমাদের বাংলা ভাষার শব্দ ভাণ্ডারে!

0/Post a Comment/Comments

Previous Post Next Post